গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোণা জেলার দশটি থানার মধ্যে ঐতিহ্যবাহী থানা আমাদের এই কেন্দুয়া। তবে ভৌগলিক অবস্থার বিচারে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার সীমানাকে বুকে ধারণ করে পাশাপাশি নিজ জেলাসহ তিনটি জেলার ভাষা, কৃষ্টি, সভ্যতাকে লালন করে কেন্দুয়া আরও মহিমান্বিত হয়েছে। কেন্দুয়া নামকরণের ইতিহাস থেকে যতটুকু জানা যায়, ঐতিহ্যবাহী রোয়াইলবাড়ী ও মুজাফরপুরে অবস্থানরত শাসক ও সেনানীদের ঐতিহ্য রক্ষার্থে এবং গোগবাজারে প্রসিদ্ধ পাট ক্রয় কেন্দ্র গড়ে উঠায় বিদেশী ব্যবসায়ীদের আনন্দ ফূর্তির জন্য মুঘল যুগে দিল্লীর লক্ষ্ণৌ হতে বাঈজীরা এসে আজকের থানা সদর থেকে ১ কিঃমিঃ উত্তরে সবুজ গাঁয়ে বাসস্থান গড়ে তুলে। ফরাসীরা এ অঞ্চলে আগমণ করে-বাঈজীদের এ স্থানটিকে কান্দওয়া বলে সম্বোধন করে। কান্দওয়া শব্দটি ফার্সী এবং এর বঙ্গার্থ সবুজ ভূমি। সেই ফার্সী কান্দওয়া থেকে কালক্রমে কেন্দুয়া নামের উদ্ভব।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS