কেন্দুয়া উপজেলা নেত্রকোণা জেলা তথা বাংলাদেশের একটি ঐতিহ্যমন্ডিত অন্যতম প্রাচীন উপজেলা। ১৮৭৪ খ্রীঃ ফাঁড়ি থানা প্রতিষ্ঠত হয় এবং ১৮৮৪ খ্রীঃ পূর্নাঙ্গ থানায় রূপান্তরিত হয়। ১৯৮২ খ্রীষ্টাব্দে মানোন্নীত থানা এবং ১৯৮৩ সালে উপজেলা হয়। এখানে অনেক জ্ঞানী-গুনী এবং কীর্তিমান ব্যক্তিত্তের জন্ম হয়েছে। তন্মধ্যে বৃষ্টিশ ভারতের/অবিভক্ত বাংলার শাসন পরিষদের সদস্য এবং মন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ নলিনী রঞ্জন সরকার, পাকিস্তানের কৃষি খাদ্য ও বানিজ্য মন্ত্রী জনাব মোঃ হাফিজুর রহমান, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের বিখ্যাত বিপ্লবী বীর নরেশ রায়, রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহম্মেদ, মরমী কবি বাউল সম্রাট জালাল উদ্দিন খাঁ, কবি রউশন ইজদানি এবং স্বাধীনতা ও বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত অধ্যাপক জৌতিন সরকার প্রমূখ। এই সকল ব্যক্তিত্ত্ব কেন্দুয়া তথা বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতিতে অসামান্য অবধান রেখে গেছেন।
পূর্ব ময়মনসিংহের ঐতিহ্যবাহী কেন্দুয়া জনপদটি লোকজ ঐতিহ্য ও সাহিত্যের এক অমূল্য সম্পদ, যা বিভিন্ন সময়ে কিংবদন্তীর মতই এতদঅঞ্চলের মানুষের হৃদয়ে এবং সারা দেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছে। এক সময় কেন্দুয়ার বাঈজীদের নৃত্য-গীতের খ্যাতি সুদুর কলকাতা-দিল্লী পর্যন্ত পরিচিত ছিল। এছাড়া জারী-সারি, ভাটিয়ালী, পল্লীগীতি, বাউল, কির্ত্তন, গাইনের গীত ইত্যাদির জন্য প্রসিদ্ধ ছিল।
এখনও কেন্দুয়া উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী/বেসরকারী সেবা দ্রুততম সময়ে এবং সচ্চতার সাথে পৌছে দেওয়ার ক্ষেত্রে কেন্দুয়া উপজেলা প্রশাসন অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
*** সমন্বিত উদ্দোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত কেন্দুয়া গড়াই আমাদের সকলের লক্ষ্য।
উপজেলা নির্বাহী অফিসার
কেন্দুয়া, নেত্রকোণা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS