মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের মধ্যে “একটি বাড়ি একটি খামার প্রকল্প” অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠিকে সুদমুক্ত ঋণ প্রদান করা হচ্ছে। নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ১৩টি গ্রামের ৩২৪ জনগরীব ও অসহায় ব্যক্তিকে অদ্য ১১ডিসেম্বর ২০১৪খ্রিঃ তারিখে গবাদিপশুপালন, মৎস্যচাষ, সবজিবাগান ও ক্ষুদ্র ব্যবসা ক্ষেত্রে মোট ১৫লক্ষ ২৪হাজার ৫০০টাকার ঋণ অনুমোদন করা হয়। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাঃ রুহুল আমিন এই ঋণ অনুমোদন করেন। ঋণ অনুমোদনের সময় ব্যাংক এশিয়া লিমিটেড এর এসিস্টেন্টরিলেশনশিপ অফিসার জনাব সাইফুলইসলাম ভূঞা, কেন্দুয়া উপজেলা রকল্পের সমন্বয়কারী জনাব মোঃ মাহবুবুর রহমান ও অন্যান্যরা উপস্থিতছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারবলেন, উক্তপ্রকল্পে ঋণের অর্থ যথাযথ ব্যবহারের মাধ্যমে এক বছরের মধ্যে ঋণের টাকা পরিশোধ করে উক্তব্যক্তিগণ স্বাবলম্বীহতে পারবেন। তিনি এ সময় উক্ত ঋণের টাকা যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য প্রকল্পের সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS