গোগবাজার প্রসিদ্ধ খারবারের স্থান। এটি মোগদের নৌঘাঁটি ছিল। বৃটিশ আমলে এখানে অনেকগুলো পাটের গুদাম ছিল। উক্ত জায়গাটি তিনটি নদীর সঙ্গম স্থল। এখানে প্রতি বছর হিন্দুদের প্রতিমা বির্ষজন দেয়া হয় এবং অষ্টমির স্নান ও মেলা অনুষ্ঠিত হয়। এটিকে অনেকে কেন্দুয়ার সি-বিচও বলে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস