Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সভার নোটিসসমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

কেন্দুয়া, নেত্রকোণা ।

 

স্মারক নম্বরঃ   ০৫.৩০.৭২৪৭.০০৯.০৬.০১৩.১৪ (অংশ-১)-৬৬৮ (৩৫)                                           তারিখঃ ২০ অক্টোবর ২০১৪ খ্রিঃ ।

 

নোটিশ

কেন্দুয়া উপজেলা পরিষদের জুলাই ২০১৪  মাসের মাসিক সাধারণ  সভা আগামী ২৮ অক্টোবর ২০১৪ খ্রিঃ মঙ্গলবার দুপুর ১২.০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে । উক্ত সভায় সভাপতিত্ব করবেন জনাব মোঃ দেলোয়ার হোসেন ভূঞা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কেন্দুয়া, নেত্রকোণা । 

উল্লেখ্য যে, সভা অনুষ্ঠানের অন্ততঃ এক দিন পূর্বে কার্যপত্র এবং বিগত সভার সিদ্ধfন্ত সমূহ (স্ব-স্ব অংশ) বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন  নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে দাখিল করতে হবে ।            উক্ত সভায় সম্মানিত সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্টদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো । 

 

সভার আলোচ্য সুচীঃ  

১) পূর্ববর্তী সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ।

২)  বার্ষিকী ও পঞ্চবার্ষকী কর্মপরিকল্পনা তৈরী করণ ।

৩) এডিপি ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা।

৪) বিভাগীয় আলোচনা ।

৫) আইসিটি ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা । 

৬) বিবিধ আলোচনা  ।

 

স্বাক্ষরিত-

(মোহাঃ রুহুল আমিন)

 উপজেলা নির্বাহী অফিসার

কেনদুয়া,নেত্রকোণা।

 

স্মারক নম্বরঃ   ০৫.৩০.৭২৪৭.০০৯.০৬.০১৩.১৪ (অংশ-১)-৬৬৮ (৩৫)                                           তারিখঃ ২০ অক্টোবর ২০১৪ খ্রিঃ ।

অনুলিপি সদয় অবগতির জন্য   প্রেরণ করা হলোঃ

১।  মাননীয়  সংসদ  সদস্য ১৫৯, নেত্রকোণা -৩ (কেন্দুয়া - আটপাড়া নির্বাচনী এলাকা)।

২।  জেলা  প্রশাসক, নেত্রকোণা ।

 

          উপজেলা  নির্বাহী অফিসার

           কেন্দুয়া,নেত্রকোণা ।

 

স্মারক নম্বরঃ   ০৫.৩০.৭২৪৭.০০৯.০৬.০১৩.১৪ (অংশ-১)-৬৬৮ (৩৫)                                           তারিখঃ ২০ অক্টোবর ২০১৪ খ্রিঃ ।

অনুলিপি সদয়  অবগতি ও কার্যার্থে   প্রেরণ  করা হলোঃ

১।  চেয়ারম্যান, উপজেলা  পরিষদ,কেন্দুয়া,নেত্রকোণা ।

২।  উপজেলা  ভাইস চেয়ারম্যান/ মহিলা  ভাইস চেয়ারম্যান, উপজেলা  পরিষদ,কেন্দুয়া, নেত্রকোণা ।

৩।  মেয়র, কেন্দুয়া  পৌরসভা,কেন্দুয়া,নেত্রকোণা ।

৪।  উপজেলা  .................................................... কর্মকর্তা (সংশি­ষ্ট),কেন্দুয়া,নেত্রকোণা ।

৫।  চেয়ারম্যান .....................................................ইউপি (সকল), কেন্দুয়া,নেত্রকোণা ।

 

       উপজেলা  নির্বাহী অফিসার

       কেন্দুয়া,নেত্রকোণা ।