কেন্দুয়ার উল্লেখযোগ্য নদী ও খালগুলোর মধ্যে-
নদীঃ
১) পাটেশ্বরী নদী ২) সুতী সাইটুলী নদী ৩) কইজানী সিংগুয়া নদী ও ৪) পাটকুড়া নদী।
বিলঃ
১) কালিয়ান বিল ২) বগাজান বিল ৩) মাসকা বিল ৪) পাইকুড়া বিল ৫) হোসেনগর বিল ৬) ভোগিয়া বিল ৭) মোজাফরপুর বিল।
খালঃ
১) রাজী খাল ২) বাট্টা খাল ইত্যাদি উল্লেখযোগ্য। বর্তমানে এই সব নদীর পানি দ্বারা সেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদী ও খালগুলোতে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ পাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস