Friday January 2026

হটলাইন

পর্যটন স্পট

নং নাম যাতায়াত উক্ত স্থানে সহায়তার জন্য যোগাযোগ অবস্থান ছবি কার্যকলাপ
     
রোয়াইল বাড়ী

নেত্রকোণা জেলার অন্তর্গত কেন্দুয়া উপজেলা সদর থেকে কেন্দুয়া ঢাকা সড়ক হয়ে প্রায় ১৩ কি.মি. দক্ষিণ-পশ্চিমে বেতাই নদীর পূর্ব তীরে অবস্থিত পুরার্কীতি কেন্দুয়ার রোয়াইল বাড়ী।এখানে উপজেলা সদর থেকে পায়ে হেটে, রিকশায় অথবা অটোরিকশা যোগে যাওয়া যায়।

0

নেত্রকোণা জেলার অন্তর্গত কেন্দুয়া উপজেলা সদর থেকে কেন্দুয়া ঢাকা সড়ক হয়ে প্রায় ১৩ কি.মি. দক্ষিণ-পশ্চিমে বেতাই নদীর পূর্ব তীরে অবস্থিত পুরার্কীতি কেন্দুয়ার রোয়াইল বাড়ী।

দেখুন
নলীনি রঞ্জন সরকার এর পরিত্যাক্ত বাড়ী উপজেলা কমপ্লেক্স হতে পূর্ব দিকে ৩.০০ কি.মি দূরে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামে দর্শনীয় স্থানটি অবস্থিত। 0 চিরাং ইউনিয়ন দেখুন
রোয়াইলবাড়ি দূর্গ ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোণা থেকে বাস বা যে কোন ধরণের ছোটোখাটো যানবাহন নিয়ে পৌঁছা যায় রোয়াইলবাড়িতে। ঢাকা থেকে বাসযোগে নেত্রকোণা, নেত্রকোণা থেকে কেন্দুয়া। কেন্দুয়া পৌরসভা থেকে বাস/রিকসা/সিএনজি যোগে সাহিতপুর বাজার যেতে হবে। সেখান থেকে অটো/ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে সরাসরি রোয়াইলবাড়ী বাজারে যাওয়া যায়। বাজার থেকে পায়ে হেটে বা রিক্সায় যাওয়া যায়। 0 রোয়াইলবাড়ি ইউনিয়ন, কেন্দুয়া, নেত্রকোণা দেখুন
গোগবাজার উপজেলা কমপ্লেক্স হতে ৪ কি.মি উত্তরে গোগবাজার নামক প্রসিদ্ধ খারবারের স্থান। 0 কান্দিউড়া ইউনিয়ন দেখুন
দনাচাপুরু প্রাচীন গান্ধার শিল্পের নিদর্শন, ধ্বংস প্রাপ্ত পঞ্চরত্ন মন্দির, কালিমন্দির ও বিশালায়তন দিঘি উপজেলা হতে ৭ কি.মি। সিনজি/অটোরিস্কা/মরসাইকেল যোগে নেত্রকোণা- কেন্দুয়া রাস্তা হয়ে দুর্গাপুর নামক স্থান দিয়ে ডানদিকে মোড় নিয়ে সোজা নওপাড়া পরিষদ কমপ্লেস্ক পর্যন্ত। এর পর হতে ৫০০ গজ পিছনে দর্শনীয় স্থানটি অবস্থিত। 0 নওপাড়া ইউনিয়ণ দেখুন
জফরপুর- বিশালয়তন প্রাচীন খোঁজার দিঘি এবং ধ্বংস প্রাপ্ত মসজিদ ও অট্রালিকার চিহ্ন বিদ্যমান কেন্দুয়া উপজেলা কমপ্লেক্স হতে রিক্সা/মরসাইকেল যোগে ১ কি.মি পূর্ব-উত্তর অবস্থিত 0 কান্দিউড়া ইউনিয়ন দেখুন
দেখছেন ১ থেকে ৬ পর্যন্ত, মোট ৬ এন্ট্রি

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন