Friday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৪ আগস্ট, ২০১৩ এ ০৪:৪২ PM

খেলাধুলা ও বিনোদন

কন্টেন্ট: পাতা

প্রাচীনকাল থেকেই কেন্দুয়া উপজেলার জনগোষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ফুটবল ও ক্রিকেট এর আধিপত্য দেখা গেলেও অন্যান্য গ্রামীন সংস্কৃতির খেলাও পিছিয়ে নেই। কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ে বিভিন্ন লীগগুলোতে অংশগ্রহণ করে এবং বিভিন্ন দলেও তারা ফুটবল, ক্রিকেট খেলছে। কেন্দুয়া পৌরসভার চৌরাস্তার মোড়ের পাশে ঐতিহ্যবাহী জয়হরি স্প্রাই সরকারী হাই স্কুলের বিশাল খেলার মাঠ রয়েছে। উক্ত মাঠটি স্থানীয় তৃণমূল পর্যায়ে খেলাধুলার মূল কেন্দ্রবেন্দু। গত ২০১২ইং সালে জেলা প্রশাসক গোল্ড কাপে ব্যানু হিসাবে উক্ত মাঠটি ব্যবহার করা হয়েছে। গত ২০১১ ইং সালে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রতিযোগিতায় রানার আপ হিসেবে জয় লাভ করে। অতপরঃ ২০১২ইং সালের জেলা প্রশাসক গোল্ডকাপ খেলায় এই কেন্দুয়া উপজেলা টিম চ্যাম্পিয়ন হয় এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ট্রপি অর্জন করে।

প্রতি বছর এ উক্তমাঠে নিম্নলিখিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ

-------------------------------------------

(ক) গোল্ডকাপ ফুটবল

(খ) প্রিমিয়ার ফুটবল লীগ

(গ) ১ম বিভাগ ফুটবল লীগ

এছাড়াও প্রতি বছর এ খেলার মাঠে অনেকগুলি ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়।

 

বিনোদনঃ

 

পৌরসভার পাশেই গোগ বাজারটি (নৌ-ঘাট) ভাটী অঞ্চলের চলাচলের নৌ-ঘাট হিসেবে ব্যবহৃত হয়। এখানে তিনটি নদীর মোহনা হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য্যের কারণে স্থানীয় জনগণ কেন্দুয়ার সী-বিচ হিসেবে পরিচিতি লাভ করে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে দর্শনীয় স্থান সমূহে   যেমন- রোয়াইবাড়ী পুরাকীর্তি, নলীনী রঞ্জনবাবুর জমিদার বাড়ী, খোজার দিঘী, ছয়ানী বাড়ীর পুকুর, সান্দিকোনা বাগান বাড়ী, সান্দিকোনা তালুকদার বাড়ী, হুমায়ুন আহমেদ এর স্কুল ইত্যাদিতে স্থানীয় জনগণ অবসর সময় কাটায়।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন