Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নামকরণের ইতিহাস

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোণা জেলার দশটি থানার মধ্যে ঐতিহ্যবাহী থানা আমাদের এই কেন্দুয়া। তবে ভৌগলিক অবস্থার বিচারে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার সীমানাকে বুকে ধারণ করে পাশাপাশি নিজ জেলাসহ তিনটি জেলার ভাষা, কৃষ্টি, সভ্যতাকে লালন করে কেন্দুয়া আরও মহিমান্বিত হয়েছে। কেন্দুয়া নামকরণের ইতিহাস থেকে যতটুকু জানা যায়, ঐতিহ্যবাহী রোয়াইলবাড়ী ও মুজাফরপুরে অবস্থানরত শাসক ও সেনানীদের ঐতিহ্য রক্ষার্থে এবং গোগবাজারে প্রসিদ্ধ পাট ক্রয় কেন্দ্র গড়ে উঠায় বিদেশী ব্যবসায়ীদের আনন্দ ফূর্তির জন্য মুঘল যুগে দিল্লীর লক্ষ্ণৌ হতে বাঈজীরা এসে আজকের থানা সদর থেকে ১ কিঃমিঃ উত্তরে সবুজ গাঁয়ে বাসস্থান গড়ে তুলে। ফরাসীরা এ অঞ্চলে আগমণ করে-বাঈজীদের এ স্থানটিকে  কান্দওয়া বলে সম্বোধন করে। কান্দওয়া শব্দটি ফার্সী এবং এর বঙ্গার্থ সবুজ ভূমি। সেই ফার্সী  কান্দওয়া থেকে কালক্রমে কেন্দুয়া নামের উদ্ভব।